সানজিদা সুমনা: পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন বহ্নিশিখা। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়। মাসব্যাপী অনুষ্ঠিত বৃক্ষরোপণ প্রতিযোগিতায় প্রথম হয়েছে দিনাজপুর জেলার বহ্নিরা। বহ্নিশিখা মুলত নারীদের সামাজিক, মানসিক, শারীরিক, জ্ঞানগত ও অর্থনৈতিক ভাবে সাবলম্বি করে গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করে।
জুলাই মাস ছিলো বহ্নিশিখার বহ্নিদের মাস ব্যাপী বৃক্ষরোপণ প্রতিযোগিতা সহ বৃক্ষ নিয়ে কবিতা লেখা সেই কবিতা আবৃত্তি করা মাসব্যাপী এই কর্মসূচির পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আবার গাছ নিয়ে একটি আর্টিকেলও লেখা। সব মিলিয়ে ছিলো এক চমকপ্রদ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের ২১ টি উপজেলা বহ্নিরা ।
সবকিছু বিবেচনায় প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১ম হয়েছে দিনাজপুর জেলার বহ্নিরা ২য় হয়েছে মাগুরা জেলা এবং ৩য় স্থান অধিকার করেছে কুমিল্লা জেলা শাখার বহ্নিরা।