দিনাজপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কমিটির বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশ:

Share post:

আব্দুর রাজ্জাক , দিনাজপুর: দিনাজপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি জেলা শাখার আহবায়ক কমিটির সদস্যদের বিরুদ্ধে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালত।

সোমবার (১১ ) বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালত বাদির কাগজপত্র পর্যালোচনা শেষে এই আদেশ দেন। এই আদেশের কারণে আহবায়ক কমিটি বর্তমান কার্যকরী কমিটির কার্য পরিচালনায় কোনোরূপ বাধা-বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। এর আগে ১১ এপ্রিল সোমবার দিনাজপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মমিনুল ইসলাম চৌধুরী বাদি হয়ে আহবায়ক কমিটির সদস্যদের বিরুদ্ধে সিনিয়র সহকারি জজ আদালতে একটি মামলা করেন।

মামলার বিবরণে তিনি উল্লেখ করেছেন, আহবায়ক কমিটির সদস্যরা দিনাজপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি জেলা শাখা অফিসের দখল যেন নিতে পারেন, সাথে বর্তমান কমিটির কার্য পরিচালনায় কোন প্রকার বাধা সৃষ্টি করতে না পারেন, সে মর্মে মামলা চলাকালীন অন্তবর্তকালীন নিষেধাজ্ঞার আদেশের জন্য বিজ্ঞ আদালতের কাছে অনুরোধ জানানো হয়। বাদীর কাগজপত্র পর্যালোচনা শেষে বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালত দিনাজপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির জেলা শাখার আহবায়ক কমিটিকে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবে না, সেই মর্মে আদালতের নোটিশ প্রাপ্তির দশ দিনের মধ্যে বিবাদীগণকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও দিনাজপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির জেলা শাখার কার্যালয় দখল নিতে না পারে এবং বর্তমান কমিটির কার্যপরিচালনায় কোনরূপ বাধা- বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেইমর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের বিরুদ্ধে আপত্তি শুনানী না হওয়া পর্যন্ত বিবাদীগণকে (আহবায়ক কমিটির সদস্যবৃন্দ) অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালত।

প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ৪ তারিখে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি দিনাজপুর জেলা শাখা কার্যালয়ের প্রধান ফটকে আটকানো তালা ভেঙ্গে প্রবেশ করে আহবায়ক কমিটি। এমন অভিযোগ এনে কোতয়ালী থানায় জিডি করেছেন সমিতির অফিস সহকারি বিনোদ চন্দ্র সরকার।

আরও পড়ুন:  হাবিপ্রবি'র ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে গ্রীন ভয়েসের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা
spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading