ঢাকাশনিবার , ৩০ জুলাই ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

উপাচার্য ড. জাকির হোসেন ও বাকৃবি ছাত্রলীগ সভাপতি তায়েফুর কে রংপুর সমিতির সংবর্ধনা

প্রতিবেদক
বুলেটিন বার্তা
জুলাই ৩০, ২০২২

এম. আব্দুল মান্নানঃ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ খন্দকার তায়েফুর রহমান রিয়াদ কে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ শনিবার (৩০ এপ্রিল’২০২) বৃহত্তর রংপুর সমিতি, ময়মনসিংহ এর আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর রংপুর সমিতির সভাপতি প্রফেসর ড. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ড. বিপ্লব কামার সাহা।

সংবর্ধনার বিষয়টি জানিয়ে নব গঠিত বাকৃবি ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রিয়াদ ফেসবুক পোস্টে বলেন, আমাকে সংবর্ধিত করায় বৃহত্তর রংপুর সমিতির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রংপুর এর সন্তান হিসেবে আমি যে কোন সহযোগিতায় রংপুর সমিতির পাশে থাকবো ইনশাআল্লাহ ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর’২০২২ এ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নামে একটি বিল সংসদে পাশ হয়। এরপর বিশ্ববিদ্যালয়টির প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে গত ২৬ এপ্রিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন কে আগামী চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।ড. এ কে এম জাকির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে এম এস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের গিফু ইউনির্ভাসিটি থেকে প্লান্ট ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিষ্ট্রি বিষয়ে পিএইচডি এবং জাপান ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এগ্রিকালচারাল সায়েন্স থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন। ড. এ কে এম জাকির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগ দেন। পরবর্তীতে ২০০০ সালে সহকারী অধ্যাপক , ২০০৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১০ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।

তিনি ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং সীড সায়েন্স অ্যান্ড টেকনোলাজি বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের কিউটর, প্রাক্টর, পরিচালক, বিশ্ববিদ্যালয় সিকিউরিটি কাউন্সিল, পরিচালক পরিবহণ শাখা, সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় ক্লাব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচিত যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাকৃবি এবং শিক্ষা ও গবেষণা কাজের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। অধ্যাপক জাকির অনেক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে যোগদান করে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিভিন্ন টেকনিক্যাল সেশনে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। তার লেখা ৫টি গবেষণামূলক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্ব পরিবেশ দিবসে হাবিপ্রবিতে বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচী

অন্যদিকে, ২৯ এপ্রিল ২০২২ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কৃষিবিদ খন্দকার তায়েফুর রহমান রিয়াদ কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি করে একটি আংশিক কমিটি ঘোষণা করে। খন্দকার তায়েফুর রিয়াদ এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, বাকৃবি শাখা ছাত্রলীগের অর্থ উপ-সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কৃষি অনুষদীয় ছাত্র সমিতির সহ-সভাপতি (ভিপি) এর দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ

জয়বাংলা স্লোগানে নতুন ভিসি-কে স্বাগত জানালো হাবিপ্রবি ছাত্রলীগ

হাবিপ্রবি

হাবিপ্রবিতে ইউনিভার্সিটি র‍্যাংকিং ফর দ্যা টিসার্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ’কে কুড়িকৃবি উপাচার্যের অভিনন্দন

হাবিপ্রিবিকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরিত করা হবে:আইসিটি প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু

টুঙিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে মুক্তিযোদ্ধার শ্রদ্ধা নিবেদন

বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বে প্রয়োজন একাডেমিক ও প্রশাসনিকভাবে দক্ষ ব্যক্তি

হাবিপ্রবি প্রক্টর ও সহকারী প্রক্টর পদে নতুন দুই মুখ

১১ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

ইউজিসি বঙ্গবন্ধু ফেলো হিসেবে যোগ দিলেন প্রফেসর আফজাল

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তমাল, সম্পাদক মোছাব্বীর