আরডিএস এওয়ার্ড পেলেন শেকৃবি’র ভাইস-চ্যান্সেলর

প্রকাশ:

Share post:

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া রিসোর্স ডেভেলপমেন্ট এওয়ার্ড (আর ডি এস)  ২০২০ পেয়েছেন

আজ শনিবার (১১ সেপ্টেম্বর, ২০২১)  “রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দেশের গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভিদ প্রজনন, জেনেটিক্স এবং প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং উদ্ভিদ প্রজনন, জেনেটিক্স এবং ইভ্যূলুয়েশন নিয়ে বাংলা ভাষায় গ্রন্থ রচনার মাধ্যমে দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়াকে এ পদক প্রদান করে।

ড. ভূঁইয়া কৃষি ও জীব বিজ্ঞান বিষয়ক ২৪টি গ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের সংখ্যা ২০০ এর বেশী। তিনি বাংলাদেশে ফসল উন্নয়নের জন্য উদ্ভিদ কৌলিসম্পদ সংগ্রহ, সংরক্ষণ, মূল্যায়ন, বৈশিষ্ট্যায়ন, ব্যবহার নিশ্চিত করার জন্য একটি জাতীয় উদ্ভিদ কৌলিসম্পদ ইনস্টিটিউট স্থাপনের জন্য সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি এ সংক্রান্ত ইনস্টিটিউটের জন্য খসড়া আইন প্রণয়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এদেশে প্রথম জাতীয় সেমিনারে কৃষি জীববৈচিত্র্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দেশের হয়ে বাংলাদেশের কৃষি জীববৈচিত্র্য নিয়ে তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) তে এ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি দেশের প্রথম “বিশ্বের কৃষি বৈচিত্র্য অবস্থা বিষয়ক বাংলাদেশ অংশ” তৈরি করার নেতৃত্ব দেন।
উক্ত পদক দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শামসুল আলম, প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ মোঃ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বিএআরসি এবং ড. মোঃ শাহ-ই-আলম, উপাচার্য, সিটি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন:  ব্রহ্মপুত্র নদের উপর ব্রিজ নির্মিত হলে কুড়িগ্রাম হবে রংপুর বিভাগের অর্থনীতির কেন্দ্রবিন্দু
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading