হাবিপ্রবিতে প্রজেক্ট কমপ্লিশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশ:

Share post:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) “Development of storage structures, containers and packages for preservation of high moisture local fresh fruits and vegetables” শীর্ষক প্রজেক্ট কমপ্লিশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর তিন টায় বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র কনফারেন্স রুমে উক্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর এবং জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামস উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড রুরাল ইন্ডাস্ট্রিস বিভাগের প্রফেসর ড. এম বুরহান উদ্দিন, অনুষ্ঠানে সঞ্চালনা করেন উক্ত প্রজেক্ট এর পিআই ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার এবং সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস এম হারুন উর রশিদ।

এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, দিনাজপুরে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফলের উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে দিনাজপুরের লিচুর কথা সারা দেশের মানুষ জানেন। কিন্তু সংরক্ষণের অভাবে অনেক সময় কৃষকরা লোকসানের সম্মুখীন হোন, আবার সিজন শেষে লিচু আর পাওয়াও যায়না। তাই দেশ তথা এই এলাকার কৃষকদের জীবনমান উন্নয়নের স্বার্থে এসব ফল সংরক্ষণের উপর জোর দিতে হবে। এ ধরণের ওয়ার্কশপ আয়োজনের জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।

আরও পড়ুন:  হাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫ শতাংশের বেশি
spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading