ঢাকাশুক্রবার , ১০ জুন ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চট্রগ্রাম
  10. চাকুরী বার্তা
  11. জনমত
  12. জাতীয়
  13. ঢাকা
  14. পরিবেশ ও বিজ্ঞান
  15. ফিচার

মহানবী (সা:) কে বিজেপি নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাবিপ্রবিতে মানবন্ধন

প্রতিবেদক
বুলেটিন বার্তা
জুন ১০, ২০২২

হাবিপ্রবি: মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে (ঢাকা-দিনাজপুর মহাসড়ক) পূর্বঘোষিত এক মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে এই অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানায়। সেই সাথে এই অবমাননাকর বক্তব্যের কারনে রাষ্ট্রীয়ভাবে যেনো এর প্রতিবাদ জানানো হয় সেই দাবি জানাই মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় কৃষি অনুষদের ১৫ ব্যাচের শিক্ষার্থী জাহিদ শাহ্ বলেন, “আমরা চাই সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ গড়ে উঠুক। আমরা কখনও ধর্মীয় সংঘাত চাই না।বআমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। বিশ্ববিদ্যালয়েও আমরা কোনো ধর্মীয় সংঘাত চাই না। বিজেপি নেতা কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রাজীব আলী বলেন, ” আমরা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিজেপি নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়িশা ( রাঃ) কে নিয়ে যে কটূক্তি করেছে তা প্রতিটি মুসলিমের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কটুক্তিকারী বিজেবি নেতাকে শুধু বহিষ্কার নয়, শাস্তির আওতায় আনতে হবে।যাতে করে আর কারও সাহস না হয় হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার।”

ফিসারিজ অনুষদের ১৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ মুজিবুর রহমান বলেন, “হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্বের ভাষণে বলেছেন ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করি। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু বিজেপি নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে যে কটূক্তি করেছে তা কখনও সহ্য করার মতো না। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই রাষ্ট্রীয়ভাবে যেন এর প্রতিবাদ জানানো হ

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ