রংপুরের বিভিন্ন স্থানে গ্রীন ভয়েসের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ:

Share post:

গ্রীন ভয়েসঃ তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত তখন এক মুঠো অন্নের চেয়ে একটা শীতবস্ত্র যেনো বেশি প্রয়োজন অনুভব করে এইসব শীতার্ত মানুষগুলো।তাই কনকনে শীতের ঠান্ডাকে উপেক্ষা করে শীত বস্ত্র নিতে হাজির হয় তারা।কখন হাতে পাবো আর কখন গায়ে জড়াবো এমন চঞ্চলা ভাবনা কাজ করে তাদের মাঝে। যেই শুরু হলো শীতবস্ত্র বিতরণ- ওমনি যেনো সবাই ফেললো স্বস্তির দম। কুয়াশায় আকাশে সুর্যের দেখা না মিললেও যেনো গ্রীন ভয়েসের সহযোগিতায় শীত বস্ত্র হাতে পাওয়ার আনন্দে সুর্য  ঠিকই উদয় হলো শীতার্তদের মনে।এক চিলতে হাসির যেন তারই বহি:প্রকাশ।

প্রতিবছরের ন্যায় এ বছরেও “ভালোবাসায় উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, ভালোবাসার উষ্ণতায় শুরু হোক নতুন বছর” স্লোগানে শীতার্ত–অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাতে উদ্যোগ নেয় পরিবেশবাদী যুব সংগঠণ গ্রীন ভয়েস। তারই ধারাবাহিকতায় দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাও জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেছে।

দিনাজপুরঃ পরিবেশবাদী যুব সংগঠণ গ্রীন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা এবং দিনাজপুর সরকারি কলেজ শাখা পৃথক পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে। শুক্রবার জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন শীতার্ত-অসহায় বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন হাজী দানেশ বিশ্ববিদ্যালয় শাখা ।এ সময় গ্রীন ভয়েস বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক জুয়েল রানা,কোষাধ্যক্ষ রোকনুজ্জামান হৃদয়, শামীম, ওয়াহিদা তাবাসসুম মিতু,হাবিব, সানজিদা সুমনা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে দিনাজপুর সরকারি কলেজ শাখা সুইহারী সংলগ্ন সিরাজুম মুনিরা এতিমখানার এতিম ছাত্রদের মাঝে কম্বল ও গরম টুপি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখা গ্রীন ভয়েসের উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিত দাস,সভাপতি সাইদুজ্জামান সাগর, সাধারণ সম্পাদক ফারহানা রহমান,ওয়াহেদুন্নবী, সেতু, জাহাঙ্গীর, আবু বক্কর সিদ্দিক, মাসুম, পুষ্পিতা, জ্যোতি, প্রিয়াংকাসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন:  কুড়িগ্রামে আন্তর্জাতিক নদী দিবসে নদী রক্ষায় গ্রীন ভয়েসের মানববন্ধন

অন্যদিকে রংপুর মিঠাপুকুর ও ঠাকুরগা বালিয়াডাঙ্গী উপজেলা গ্রীন ভয়েস শাখার বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষকে কম্বল দিয়ে এসেছে।

শীতবস্ত্র হাতে পেয়ে এক বৃদ্ধা বললেন, আমরা গরীব মানুষ। ঠিক মতো খাবার পাইনা,শীতের পোশাক কেনার টাকা কোথায় পাব! কিন্তু এদিকে যে শীত পড়েছে তা মনে হয় বাচিবার নই। আজকে যারা আমাদের বিনামূল্যে শীতবস্ত্র দিয়ে সাহায্য করছেন তাদের জানাই ধন্যবাদ। আল্লাহ তাদের ভালো করুক। আমরা কম্বল পেয়ে অনেক খুশি।

গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, যাদের সামর্থ্য আছে তাদের অনেকেই হয়তো আমরা শীতের তীব্রতা বুঝতে পারিনা।কিন্তু একজন অসহায়, বৃদ্ধা কিংবা দিনমজুর এই শীতে কতটা কষ্ট করে জীবন যাপন করছে তা কেবল তারাই জানে। খাবার জোগাতে তীব্র শীতকে উপেক্ষা করে তাদের মাঠে যেতে হয়, কাজ করতে হয়।সামর্থ্যবান লোকেরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই শীতে তারাও একটু ভালো থাকতে পারে।

তিনি বলেন, গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠণ। নিজস্ব কোন আয় নেই এবং আর্থিক কোন প্রতিষ্ঠানও নয়।এখানে যারা কাজ করেন তাদের সবাই দেশপ্রেম সমাজ সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন। এরাই এই সংগঠনের শক্তি আর তাদের ভালোবাসাই হচ্ছে এ সংগঠণের প্রাণ। যতদিন আছি মানব সেবা এবং সবুজ-শ্যামল দুষণমুক্ত পৃথিবী গড়তে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading