স্বাবলম্বী হতে জাবি ছাত্রদল নেতার আমের ব্যবসা

প্রকাশ:

Share post:

আসিফ সরকার, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবিদুর রহমান ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। নিজ জেলার ঐতিহ্যবাহী জিআই পণ্য ‘হাড়িভাঙ্গা’ আমের ব্যবসা করে তিনি শুধু নিজের খরচই চালাচ্ছেন না, বরং অন্য শিক্ষার্থীদের জন্যও স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে দিচ্ছেন।

আবিদুর রহমান বলেন, “আমি রংপুরের জিআই পণ্য ‘হাড়িভাঙ্গা’ আমের বিজনেস করছি। অনেকেই লজ্জা করে, কেউ কেউ তো লজ্জা দেয়। কিন্তু আমি বিশ্বাস করি, কাজ কখনোই ছোট হতে পারে না।”

তিনি আরও বলেন, “আমাদের অধিকাংশ স্টুডেন্ট  মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি অনেক কাছ থেকে দেখেছি—টিউশন ছাড়া অনেকেই চলতে পারে না, আবার টিউশন অপ্রতুলতার কারণে দুই/আড়াই হাজার টাকায় মাস পার করতে হয়। এই বাস্তবতা আমাকে ভাবায়।”

নিজ অভিজ্ঞতা থেকেই তিনি ভাবছেন, প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম বিজনেসের সুযোগ তৈরি করা যায় কি না। তার ভাষায়, “সব ঠিক থাকলে প্রশাসনের সাথে কথা বলে ক্যাম্পাসে স্টুডেন্টের পার্ট টাইম বিজনেসের সুযোগ সৃষ্টি করা যায় কিনা তা নিয়ে ভাবছি। যদি হয়, প্রতিবছর অন্তত দশজন স্টুডেন্টকে সাবলম্বী করতে সুদমুক্ত ক্ষুদ্র ঋণদানের ব্যাবস্থা করব ইনশাআল্লাহ।”

মোঃ আবিদুর রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। শিক্ষার্থীদের জন্য ইতিবাচক বার্তা এবং সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিচ্ছে এই বাস্তবমুখী চিন্তা।

আরও পড়ুন:  মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ ফিলস্তিনের
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading