বশেমুরকৃবি শিক্ষক সমিতির আয়োজনে গুণীজন সম্মাননা 

প্রকাশ:

Share post:

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শিক্ষক সমিতির সদ্য বিদায়ী কমিটির উদ্যোগে বছরের শেষ দিবসে বার্ষিক সাধারণ সভা ও শিক্ষক সান্ধ্য অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এতে  বশেমুরকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। এছাড়াও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, বশেমুরকৃবি ট্রেজারারসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আরিফুর রহমান খান।

বেলুন ও ফানুস উড়িয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর পিঠা উৎসব উপভোগ করেন শিক্ষক-শিক্ষিকা ও তাদের পরিবারের প্রায় পাঁচ শতাধিক সদস্য। এরপর সন্ধ্যায় মনোমুগ্ধকর আতশবাজিতে মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়াম ও এর আশপাশের এলাকা। উক্ত অনুষ্ঠানে মৌলিক গবেষণায় অনন্য অবদানের জন্য বশেমুরকৃবি শিক্ষক সমিতির উদ্যোগে প্রথমবারের মতো অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে মোট চার জন গবেষক-কে BSMRAU-TA Award 2020 প্রদান করা হয়।

এতে BSMRAU-TA কর্তৃক মৌলিক গবেষণা কাজের জন্য অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. উমাকান্ত সরকার, ফিশারিজ বায়োলজি ও অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, গাইনোকোলজি, অবস্ট্রেটিকস ও রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নাজমুল হক এবং কৃষি অর্থ-সংস্থান ও সমবায় বিভাগের প্রভাষক সন্দীপ মিত্র। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল হতে অদ্যাবধি অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. এ.কে.এম আব্দুল হান্নান ভূঁইয়া, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ, অধ্যাপক ড. খন্দকার সাইফ উদ্দিন , অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন, অধ্যাপক ড. জালাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমানসহ ১৬ জন শিক্ষক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. এ আর এম সোলাইমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর/ট্রেজারার পদে নিয়োগপ্রাপ্তদেরকে শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা  প্রদান করা হয়।

আরও পড়ুন:  বেইজিং জাতের হাঁস পালন করে লাভবান খামারিরা

শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনেক বছর পেরিয়ে গেলেও গবেষণা কাজে উৎসাহ বা অনুপ্রেরণা দেয়ার জন্য কোন সম্মাননা প্রদানের ব্যবস্থা এখন অব্দি করা হয়নি। এছাড়া যারা দীর্ঘদিন শিক্ষকতা শেষে বিদায় নিয়েছেন কিংবা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য বা ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন তাদেরকেও সম্মাননা দেয়ার কোন উদ্যোগ ইতোপূর্বে নেয়া হয়নি। শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরাই প্রথম এ উদ্যোগ নিয়েছি। আমরা আশা করবো, বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি ইতিবাচকভাবে নিবেন এবং শিক্ষক সমিতিসহ অন্য যারা আছেন তারাও এই ধারা অব্যাহত রাখতে কাজ করবেন। সর্বোপরি, শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দ এবং আমার সহকর্মীসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ্যভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading