ঢাকাশুক্রবার , ২ জুলাই ২০২১
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগ’স- ড.মীজানুর

প্রতিবেদক
বুলেটিন বার্তা
জুলাই ২, ২০২১

বর্ষাকালে ঢাকা ও চট্টগ্রাম শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরী হয়। যদি নির্দিষ্ট বিরতি দিয়ে বৃষ্টি হয় তাহলে ঢাকা শহরে অল্প কিছু জায়গা ছাড়া বাকি জায়গায় জলজট হবে না। ২৪ ঘন্টায় ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলেও তেমন বড় কোন সমস্যা হয় না। কিন্তু বর্ষাকালে যখন আশেপাশের নদ নদীগুলো (তুরাগ- বালু- শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা) পানিতে টইটম্বুর থাকে, ঠিক সেই সময়ে যদি কোনদিন ২৪ ঘন্টায় ১৬০ মিলিমিটারেও বেশি বৃষ্টি হয়, আর আমরা যদি তাৎক্ষণিকভাবে পানি সরে যাওয়ার মত ব্যবস্থা দেখতে চাই, তাহলে ঢাকা শহরের সবগুলো রাস্তাকে ড্রেনে রূপান্তর করতে হবে। পৃথিবীর প্রায় শহরেই হঠাৎ করে অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হলে জলজট তৈরি হয়। মুষলধারে বৃষ্টি হলে এমনটি হবেই। সতের শতকের গোড়ার দিকে লন্ডনের পয়নিষ্কাশন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা এখনকার মত তত উন্নত ছিল না। লন্ডনবাসীরা অনেকেই রাস্তার মধ্যে ময়লা ফেলত (৩০০ বছর পরেও আমরা ঢাকাবাসীরা যেমনটা এখন করছি)।

ময়লার বিষক্রিয়ায় অনেক কুকুর বিড়াল মারা যেত। প্রচুর বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতো এবং মরা কুকুর বিড়াল ভেসে যেত। যার কারণে ‘মুষলধারে বৃষ্টি হচ্ছে’ -এটার ইংরেজি হচ্ছে “it’s raining cats and dogs”. ইংরেজ কবি Jonathan Swift ১৭১০ সালে প্রকাশিত তাঁর “City shower” কবিতায় বৃষ্টির পরে বন্যা অবস্থার বর্ণনা করতে গিয়ে ‘ক্যাটস এন্ড ডগস’ বাগধারাটির(idioms) ব্যবহার করেন। এরপর থেকেই মুষলধারে বৃষ্টির ইংরেজি হিসাবে এই বাগধারাটি ব্যবহৃত হয়ে আসছে। মুষলধারে বৃষ্টি হলে এমনকি সৌদি আরবের জেদ্দায় এবং তুরস্কের ইস্তাম্বুলের মত পাহাড়ি শহরেও জলাবদ্ধতা দেখা যায়। এটা একটা ‘আরবান প্রবলেম’ । শহরের বেশিরভাগ জায়গায় পাকা আচ্ছাদন দিয়ে ঢেকে ফেলা এবং খাল নদী ভরাট করায় পানি প্রাকৃতিক নিয়মে মাটি ভেদ করে নিচের দিকে যেতে পারে না। এটাই শহরে জলাবদ্ধতার প্রধান কারণ।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে চালু হচ্ছে বহুল কাঙ্খিত “ভাসমান খান রেস্তোরাঁ”

অনেকে বলে ডিএনডি(ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধের ভিতর আবাসিক এলাকায় বর্ষার দিনে জলাবদ্ধতা হয়ে মাছ চাষের অবস্থা হয়। আমি বলেছিলাম গত শতকের ষাটের দশকে ঢাকা শহরে তাজা শাক-সবজি এবং মাছ সরবরাহের জন্য ডিএনডি প্রকল্প নেয়া হয়েছিল। প্রকল্প প্রস্তাবে তাই লেখা ছিল। ওখানে মাছ চাষ করারই কথা ছিল, কিন্তু মাছের জায়গায় মানুষ গিয়ে বসতি স্থাপন করেছে। অতএব জলজট হবেই। এই সমস্যাটির আসলে কোন সমাধান নেই। ওয়াসা এবং সিটি কর্পোরেশন চেষ্টা করলে এবং আমরা নাগরিকরা সচেতন হলে (সবকিছু ওয়াসার ড্রেনে না ফেললে) সমস্যাটি কিছুটা কমানো যাবে কিন্তু হঠাৎ করে একদিনে অনেক বৃষ্টি হলে এই সমস্যাটি হবেই। এটা আমাদের মেনে নিতে হবে এবং এটাকে দুর্যোগ হিসেবেই বিবেচনা করতে হবে। যেমনটি হয় নিউইয়র্ক ও তার আশেপাশে এলাকায়, শীতকালে বরফ জমে যায় এবং এর কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না। স্কুল কলেজ দোকানপাট সব বন্ধ থাকে দিনের পর দিন। শত শত উড়োজাহাজ এবং ট্রেন যাত্রা বাতিল করে।

মানুষের ভোগান্তি চরমে ওঠে। আমাদের এখানে এটাকেই ধনী দেশের বরফ পড়া সমস্যার মত মোকাবেলা করতে হবে (ওরা ধনী বলে ওদের শহরে বরফ পড়ে আর আমরা গরীব বলে আমাদের এখানে পানি আসে!)। খিলগাঁও, বাসাবো, বাড্ডা, মান্ডাসহ যেসব এলাকায় হঠাৎ করে বৃষ্টি হলে জলাবদ্ধতা বৃষ্টি হয় সেখানে বাসাবাড়ি এবং দোকানপাটগুলো এমনভাবে নির্মাণ করতে হবে যাতে হঠাৎ করে বৃষ্টি হলে সর্বোচ্চ পানি হলেও যেন দোকানপাট এবং বাসাবাড়ির মালামাল ক্ষতিগ্রস্ত না হয়। আর যেদিন এরকম বৃষ্টি হবে নিউইয়র্কের মত ঢাকা শহরের স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দিয়ে দিতে হবে; এছাড়া আপাতত আর কোন সমাধান নেই। অনিয়মিত চাহিদা মোকাবেলায় বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্টরা তালে তালে ব্যবস্থা গ্রহণ করে। এটাকে বলা হয় সিনক্রো মার্কেটিং (synchro marketing)। নৃত্যের তালে তালে সাঁতার কাটার মতন (synchro swimming)।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে চাইঃ উপাচার্য

লেখক: ড. মীজানুর রহমান
অধ্যাপক, মার্কেটিং বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক ভাইস-চ্যান্সেলর জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ

হোয়াটসঅ্যাপে যেভাবে ফাঁদে ফেলে প্রতারকরা

হাবিপ্রবির রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে আবরার-দিলরুবা

তোফাজ্জল ইসলাম

বশেমুকৃবির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হলেন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

হাবিপ্রবি প্রক্টর ও সহকারী প্রক্টর পদে নতুন দুই মুখ

আওয়ামী লীগ ও সিপিসি’র মধ্যে বৃহত্তর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

তোফাজ্জল ইসলাম

বশেমুরকৃবি গবেষণা সম্মাননা-২০২৩ পেলেন অধ্যাপক ড. তোফাজ্জল

হাবিপ্রিবিকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরিত করা হবে:আইসিটি প্রতিমন্ত্রী

নাম বদলের রাজনীতি বন্ধ হবে কবে ?

নানা আয়োজনে হাবিপ্রবির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অবৈধ সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি পরে অন্যত্র বিয়ে:মেনে নিতে না পেরে আত্মহত্যা তরুণীর