সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বেরোবি ছাত্রলীগ নেতা পার্থর অভিনব প্রতিবাদ

প্রকাশ:

Share post:

বেরোবি প্রতিনিধি: সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা এ.কে. প্রামানিক পার্থ।

দীপাবলির রাতে সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মালম্বীদের উপর সহিংসতা ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে চোখে কালো কাপড় ও শরীরে প্রদীপ জ্বালিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য ও সিএসই বিভাগ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ.কে. প্রামানিক পার্থ।
তার এ অভিনব উপায়ে প্রতিবাদ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচিত হচ্ছে। অনেকেই তার প্রতিবাদের এ ছবি সামাজিব যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

এ ব্যাপারে বেরোবি ছাত্রলীগের সাবেক সদস্য এ.কে. প্রামানিক পার্থ জানান, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রচেষ্টায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে চোখে কালো কাপড় বেঁধে ও শরীরে প্রদীপ জ্বালিয়ে আমার এ প্রতিবাদ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যারা বাঙ্গালী জাতির হাজার বছরের অসাম্প্রদায়িকতার ঐতিহ্যকে সাম্প্রদায়িকতার বিষবাণে বিদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে।”

উল্লেখ্য পার্থ গাইবান্ধা জেলার স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
যাদের বিগত ১ বছরের কার্যক্রম দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। করোনা কালীন সময়ে গাইবান্ধা জেলায় যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ করোনা মোকাবেলায় প্রত্যক্ষ ভূমিকা রাখেন বেরোবির এ ছাত্রনেতা। গাইবান্ধা জেলায় বিশ্বের দীর্ঘতম ১০ কি.মি. সড়ক আলপনা আঁকায় নেত্বত্ব দিয়ে বিস্ময়ের জন্ম দেন এ ছাত্রনেতা।

আরও পড়ুন:  দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading