বাংলাদেশ মৎস্য হাসপাতালের রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ:

Share post:

শেকৃবি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) রচনা লিখন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) বাংলাদেশ মৎস্য হাসপাতালের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসিং এন্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ মৎস্য হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: মাসুদ রানা পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ মৎস্য হাসপাতালের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. কাজী আহসান হাবীব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি বিভাগের অধ্যাপক ও মৎস্য হাসপাতালের উপদেষ্টা অধ্যাপক ড. শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা ও সাবেক ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি রিহ্যাবিলিটেশন প্রকল্প পরিচালক মোঃ আবুল হাশেম সুমন, উপদেষ্টা ও ফিশটেক হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারেক সরকার এবং ট্রেজারার ও শেকৃবির সহকারী অধ্যাপক মারুফা আক্তার।

অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য হাসপাতলের চেয়ারম্যান ও শেকৃবির সহকারী অধ্যাপক মো: মাসুদ রানা পলাশ তার স্বাগত বক্তব্যে বাংলাদেশ মৎস্য হাসপাতালের পরিচিতি ও বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, “মাছ আপনার, সেবার দায়িত্ব আমাদের” এই স্লোগান কে সামনে রেখে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মৎস্য হাসপাতাল। মৎস্য অধিদপ্তরের সাথে মাছ চাষীদের পাশে থেকে তাদেরকে মাছ চাষের আধুনিক কলাকৌশল সংক্রান্ত সঠিক শিক্ষা দেওয়া, মাছের রোগ বালাই নিরসনে সহযোগিতা করাসহ মাছ চাষীদের নানারকম সমস্যা সমাধানে বাংলাদেশ মৎস্য হাসপাতাল কাজ করে থাকে। তিনি মাছ চাষে গবেষণার প্রতি গুরুত্ব প্রদান করেন এবং প্রান্তিক পর্যায়ে মাছ চাষে সমৃদ্ধ করে দেশে মাছের উৎপাদন বাড়ানোর প্রতি জোর দেন।

বাংলাদেশ মৎস্য হাসপাতাল

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী আহসান হাবীব বলেন, দেশের প্রাণিজ আমিষ ও পুষ্টি চাহিদার বড় অংশ আসে মাছ থেকে। মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় অবস্থানে। দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র্যবিমোচন ও রপ্তানি আয়ে মৎস্য খাতের অবদান আজ সর্বজনস্বীকৃত। দেশের মোট জনসংখ্যার ১২ শতাংশেরও বেশি অর্থাৎ প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। আমি মনে করি, মৎস্যখাতকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ মৎস্য হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যার মাধ্যমে মাছ চাষী, হ্যাচারি ও এর সাথে জড়িত সকলেই উপকৃত হতে পারবেন।

আরও পড়ুন:  হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের শ্রদ্ধা

আলোচনা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading