ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

জ্বলছে না সড়ক বাতি, শঙ্কা নিয়ে শেখ হাসিনা ধরলা সেতু পারাপার

প্রতিবেদক
বুলেটিন বার্তা
সেপ্টেম্বর ৬, ২০২২
শেখ হাসিনা ধরলা সেতু

সিদ্দিকুর রহমান শাহীন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলায় নির্মিত শেখ হাসিনা ধরলা সেতু নির্মাণ শেষে খুলে দেওয়ার পরে সেতু সড়কের উপরিভাগের বাতি গুলো না জ্বলার কারণে লোকজন পারাপারে অসুবিধের সম্মুখিন হচ্ছেন। ছিনতাইয়ের মত ঘটনাও ঘটছে সেখানে। কষ্ট ও শঙ্কা নিয়ে পারাপার হতে হচ্ছে যানবাহনসহ পথচারী ও সাধারন মানুষদের।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শেখ হাসিনা ধরলা সেতুটি ২০১৮ সালের ৩ জুন ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল ১৯৬ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার টাকা যার মধ্যে সেতুর বিদ্যুতায়নের জন্য ব্যয় ধরা হয়েছে ৬৫ লাখ ৪ হাজার ২১০ টাকা। এছাড়াও ২০১৮ সালের অক্টোবর মাসে ৮০ হাজার টাকায় ব্যয় করে বাতিগুলো সংস্কার করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অথচ এখন আর বাতি গুলো জ্বছে না।

সেতুটি নির্মাণ কাজ সম্পূর্ণ করে ফুলবাড়ী উপজেলা প্রকৌশল অধিদপ্তর। যার দৈঘ্য ৯৫০ মিটার। প্রস্থ ৩২ ফুট। সেখানে সেতুর সৌন্দর্য বৃদ্ধি ও রাতের বেলায় নির্বিঘ্নে যানবাহনসহ পথচারীদের চলাচল করার কথা থাকলেও দিন দিন বাড়ছে বখাটে,মাদক সেবনকারী ও ছিনতাই কারীদের। বিশেষ করে রাতে বিভিন্ন জায়গা থেকে আসা অপরিচিতেদের আনাগোনায় ছিনতাইয়ের ভয়ে ভীত হয়ে পড়ছেন সাধারণ পথচারীরা।

স্থানীয় অটো চালক ফারুক হোসেন জানান, সন্ধ্যায় সেতুর উপরে বাতিগুলো নষ্ট থাকায় আমাদের চলাফেরা কষ্ট হচ্ছে। ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে। মাদকসেবীদের আড্ডায় পরিনত হয়েছে প্রায় পুরো সেতুটি।

স্থানীয় এক প্রভাষক ও সংবাদকর্মীসহ অনেকে সেতু সড়কে সোলার প্যানেল বাতি স্থাপনের দাবি জানিয়ে বলেন, কতিপয় অসাধু লোকের কারণে আজ সেতুতে বাতি জ¦লছে না। তারা কখনেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বিশ^াসী নয়। তারা সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য এ অবস্থার সৃষ্টি করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

ফুলবাড়ী জেএম পেপার হাউজের মালিক জাহাঙ্গীর আলম ও নেপচুন এর মালিক এনামুল হক খন্দকার জানান, রংপুর ও লালমনিরহাট থেকে আমাদের প্রতিদিনই দোকানের মালামাল নিয়ে আসতে হয়। কিন্তু সন্ধার পরে বা রাতে বাতিগুলো না জ্বলায় আতংক জাগে।

আরও পড়ুনঃ  পুলিশের এসআই হলেন হাবিপ্রবির ২৯ শিক্ষার্থী

উপজেলা প্রকৌশলী আসিব ইকবাল রাজীব জানান, শেখ হাসিনা ধরলা সেতু সংযোগ সড়কটি এলজিইডি থেকে উন্নয়ন করা হলেও এখন পর্যন্ত গেজেট না হওয়ায় মেনটেনেন্স করা সম্ভব হয়নি। গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এটি হলে সেতুর অন্যান্য টুকটাক কাজসহ লাইটিংএর কাজগুলো দ্রুত ঠিক করা হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ
হাবিপ্রবিতে তথ্য অধিকার আইন

হাবিপ্রবিতে তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ

বঙ্গবন্ধু রাষ্ট্রনায়ক হিসেবে অন্যান্য রাষ্ট্রপ্রধানের জন্য অনুকরণীয় আর্দশ

করোনায় প্রকৃতি ও আমার বিচিত্র জীবন

মব জাস্টিস: বৈদেশিক বিনিয়োগের অন্তরায়

আওয়ামী লীগ ও সিপিসি’র মধ্যে বৃহত্তর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের রাতের মধ্যেই হল ছাড়তে বাধ্য করলো হাবিপ্রবি প্রশাসন

গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে টার্নিটিনের মতো সফটওয়্যার তৈরির আহ্বান

চরআত্রায় নিরাপদ পদ্ধতিতে উচ্চমূল্যের স্কোয়াশ চাষের ওপর মাঠ দিবস

বুধন্তী ইউপি নির্বাচনে শামীম মাস্টারের পক্ষে নৌকার গণজোয়ার

অক্টোবরে থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ দিবে ইউজিসি