বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে “মাদক কে না বলি মাঠে গিয়ে ফুটবল খেলি স্লোগানকে সামনে রেখে ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাদক থেকে দূরে রাখতে ও তরুণদের খেলাধুলা মনোনিবেশ বাড়াতে ফাহিম কসমেটিক লিমিটেড ও বিপদের বন্ধু সংগঠন নেওয়াশী নিজস্ব অর্থায়নে ফাহিম কসমেটিক লিমিটেড ক্লাব এর মাঝে জার্সি ও ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ কালে উপস্থিত ছিলেন ফাহিম কসমেটিক লিমিটেড নেওয়াশী বাজার পরিচালক ফাহিম সরকার,বিপদের বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন নেওয়াশী সাধারণ সম্পাদক রোকন সরকারসহ ক্লাবের ফুটবলার শামীম, আলামিন, হিমেল, রাশিদুল প্রমুখ।