জাবিতে শুরু হলো জাতীয় বিতর্ক উৎসব

প্রকাশ:

Share post:

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় বিতর্ক উৎসব “ডুডলস-জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৪”।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এই আয়োজন। উৎসবটি চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।

বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত জেইউডিও প্রতি বছর এই জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করে। এবারের উৎসবের স্লোগান “মহীরুহ এলে নতজানু হয় ঝড়ও”। উৎসবে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক দল।

উৎসবটি পাঁচটি পর্বে ভাগ করা হয়েছে।
৩১ ডিসেম্বর: উদ্বোধনী অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি
১ জানুয়ারি: ১৩তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা
২ জানুয়ারি: ১৩তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা
৩ জানুয়ারি: ১৯তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা
৪ জানুয়ারি: চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর এ টি এম রাশিদুল আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক আহমেদ রেজা এবং জেইউডিও’র সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশীদ।

এবারের উৎসবে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ডুডলস, আর অন্যান্য পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে মোস্তফা ডোরস, সেফালন কনসালটেন্সি, ক্যাফে মেট্রো, ইউএস বাংলা এয়ারলাইন্স, বিকন ফার্মাসিউটিক্যালস, ম্যাগী, স্মার্ট ল্যাপটপ এবং স্টার সিনেপ্লেক্স। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টিভি, দৈনিক ইত্তেফাক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং রেডিও স্বাধীন।

উৎসবের বিভিন্ন পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফাতিমা তুজ জোহরা (স্কুল), সাদমান অলীভ (কলেজ), এবং মির্জা সাকি (বিশ্ববিদ্যালয়)। প্রধান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জেইউডিও’র সভাপতি তাপসী দে প্রাপ্তি।

উৎসবের আয়োজকরা জানিয়েছেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি এবং যুক্তিনির্ভর সমাজ গঠনের প্রয়াসই এই আয়োজনের মূল লক্ষ্য।

আরও পড়ুন:  শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের একাল-সেকাল
spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading