সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। গত রোববার (২৯ ডিসেম্বর) ঢাকার একটি ফিটনেস সেন্টারে এই আংটি বদলের বিশেষ মুহূর্তটি উদযাপন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে তার কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এই দৃশ্য উপস্থিত সবাই করতালির মাধ্যমে উদযাপন করেন।
জানা গেছে, সোহেল তাজের কনে আয়রন গার্লখ্যাত শাহনাজ পারভীন শিমু। ঠাকুরগাঁওয়ের বাসিন্দা শিমু পেশায় একজন ফিটনেস ট্রেইনার এবং বর্তমানে সোহেল তাজের মালিকানাধীন ইনস্পায়ার ফিটনেস সেন্টারে কাজ করছেন। তিনি বাংলাদেশ রাগবি ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত।
ফিটনেস জগতের প্রতি দীর্ঘদিনের আগ্রহ ও কাজের সূত্র ধরে তাদের পরিচয় এবং সম্পর্ক গড়ে ওঠে। বাগদানের এই বিশেষ মুহূর্ত সোহেল তাজের জীবনের একটি নতুন অধ্যায় হিসেবে যুক্ত হলো।
বাগদানের পর সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়লেও সোহেল তাজ ও শিমুর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তাদের বিয়ে পারিবারিকভাবে আয়োজন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন পরিচিত মুখ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি ফিটনেস নিয়ে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।