অটোমোবাইল উদ্যোক্তার মধ্যে টিএমএসএস’র বিনামূল্যে উপকরণ বিতরণ

প্রকাশ:

Share post:

বার্তাবুলেটিন ডেস্ক: বিশ্ব ব্যাংক এর অর্থায়নে পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় টিএমএসএস কর্তৃক সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় বগুড়া ও নওগাঁয় অটোমোবাইল উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে দশ লক্ষ টাকার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এসইপি প্রকল্পের আওতায় “অটোমোবাইল ওয়ার্কশপ আধুনিকীকরণ ও আপগ্রেডেশন এর মাধ্যমে উদ্যোক্তা এবং পরিবেশের উন্নয়ন” উপ-প্রকল্প নওগাঁ ও বগুড়া জেলায় বাস্তবায়িত হচ্ছে। ক্ষুদ্র উদ্যোগগুলোতে পরিবেশ বান্ধব উপায়ে অটোমোবাইল উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির প্রচলন ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

ক্লাস্টার পর্যায়ে মডেল ওয়ার্কশপ স্থাপনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সেবা প্রদান করা হচ্ছে। মডেল ওয়ার্কসপগুলোকে টেকসই করার লক্ষ্যে এসইপি-অটোমোবাইল প্রকল্পের আওতায় বগুড়া জেলার ৬ জন এবং নওগাঁ জেলার ৪ জন উদ্যোক্তার মাঝে অনুদান স্বরূপ ১০০,০০০ (এক লক্ষ) টাকা করে মোট ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা মূল্যের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

বগুড়ায় গত সোমবার মেসার্স কাবিল অটোমোবাইল ওয়ার্কশপ এর উদ্যোক্তা কাবিল উদ্দিনের হাতে এক লক্ষ টাকা মূল্যের বিভিন্ন উপকরণ তুলে দেয়া হয়। উপকরণ বিতরণ করেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

এসময় তিনি অটোমোবাইল ওয়ার্কশপ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তিকে পুঁজি হিসেবে কাজে লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ,কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে টেকসই উন্নয়ন ব্যবসা পরিচালনা করাই হবে উদ্যোক্তাদের মূল লক্ষ্য।

উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী ও টিএমএসএস এর সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস।

আরও পড়ুন:  দেশের বাজারে এলো র‌য়্যাল এনফিল্ড, কোনটির দাম কত জেনে নিন
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading