শরীয়তপুর জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান কে এসডিএস’র বিদায়ী সংবর্ধনা

প্রকাশ:

Share post:

এম.আব্দুল মান্নান: শরীয়তপুর জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান এর বদলিজনিত বিদায় উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস ( শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এর আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা উপলক্ষে আজ রবিবার (৩১ জুলাই) এসডিএস এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। এতে এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত )। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইন চার্জ আক্তার হোসেন, এসডিএস’র নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুস সোবহান সাত্তার, মানব সম্পদ বিভাগের উপ-পরিচালক অমলা দাস, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক মুহা. ইয়াছিন খান, বেসরকারি এনজিও ফেডারেশন, শরীয়তপুর এর সভাপতি, সাংবাদিক সহ এসডিএস এর বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।

এসডিএস এর প্রতিষ্ঠাতা পরিচালক ও উপদেষ্টা মজিবর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান বলেন, আমাকে সংবর্ধিত করার জন্য এসডিএস পরিবারের সকল কে ধন্যবাদ জানাচ্ছি।নতুন পুলিশ সুপার যোগদান করলে আমি আমার নতুন কর্মস্থলে যাবো। তবে আমার এ যাওয়া মানে সবকিছু ত্যাগ করে যাওয়া নয়। চাকরিসূত্রে হয়তো আমি নতুন জায়গায় যাবো তবে আপনাদের সাথে এখানে থাকতে আমার যেমন সম্পর্ক ছিলো নতুন জায়গায় গেলেও আপনাদের সাথে আমার সেই সম্পর্কই থাকবে। আমার ব্যক্তিগত ফোন নাম্বার আপনাদের দিয়ে গেলাম যখন প্রয়োজন মনে হবে ফোন দিবেন, আমি কথা বলবো।

তিনি আরও বলেন, এখন অনেকেই একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে, দেশ শ্রীলংকার মতো হতে যাচ্ছে। আসলে এটি সত্য নয়। আমাদের যথেষ্ট রিজার্ভ রয়েছে তাছাড়া আপনাদের মতো এমন অনেক সংস্থা আছে যাদের কাছে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে অনেক টাকা ঋণ দেয়া আছে। যা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। আমাদের দেশে এনজিও গুলোর মাধ্যমে সমাজ কল্যানমূলক অনেক কাজ হয়ে থাকে। যা পৃথিবীর অন্যকোন দেশে হয় কি’না হচ্ছে সন্দেহ আছে।মানবাধিকার, সামাজিক অধিকার, সামাজিক উন্নয়ন, সচেতনতা ও সুরক্ষা প্রদান সহ নানাবিধ কাজ এই বেসরকারি সংস্থার গুলোর মাধ্যমে হয়ে থাকে। আমি মনে করি, দেশের আর্থ সামাজিক উন্নয়নে এসকল বেসরকারি সংস্থার গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুন:  কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফিফা বিশ্বকাপের উদ্বোধন

সভাপতির বক্তব্যে রাবেয়া বেগম পুলিশ সুপারের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন বলেন, আমি জানতাম সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা এনজিও সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করেন।কিন্ত এক্ষেত্রে পুলিশ সুপার মহোদয় ছিলেন অত্যন্ত আন্তরিক।যা আমার কাছে ভালো লেগেছে।কোন কাজে ওনার অফিসে কোনদিন গেলে তিনি সব সময় আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। আমি দোয়া করি, তিনি যেখানে যান না কেন সেখানেই যেন পরিবার পরিজন কে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন।

আলোচনা শেষে পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান  এর হাতে শরীয়তপুরের ঐতিহ্যবাহী কাসা শিল্পের তৈরি উপঢৌকন তুলে দেয়া হয়।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading