জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীকাল (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশন গঠন এবং ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন করা হবে। ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি, ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন এবং ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
প্রসঙ্গত, গতকাল জাবির সমন্বয়ক জিয়াউদ্দিন আয়ান দুই দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রণয়নের সিদ্ধান্ত নেয়।