জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “ইসলামিক স্টাডিজ”, “ইসলামের ইতিহাস ও সংস্কৃতি” এবং “আরবি ভাষা ও সাহিত্য” বিভাগ নিয়ে একটি পৃথক ধর্মভিত্তিক অনুষদ চালুর আবেদন জানানো হয়েছে। দেশের প্রায় ৯২.৫% জনগণ ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এ বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক অনুষদ নেই, যা শিক্ষার্থীদের উচ্চতর ধর্মীয় শিক্ষার সুযোগ সীমিত করছে।
২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, জাহাঙ্গীরনগর সংহতি আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনকারীরা উল্লেখ করেছেন, ধর্মীয় শিক্ষার মাধ্যমে কেবল ধর্মীয় মূল্যবোধ নয়, বরং নৈতিকতা ও সামাজিক উন্নয়নেও অবদান রাখা সম্ভব। তারা আরও জানান, এ ধরনের অনুষদ চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষায় আরও সমৃদ্ধ হতে পারবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ অনুষদ চালুর দাবি দীর্ঘদিনের। শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং শীঘ্রই এই অনুষদ চালুর কার্যক্রম শুরু হবে।