জুলাইয়ের গণআন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) কার্যকরের দাবিতে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে তিনি অনশন শুরু করেন। জিয়া উদ্দিন আয়ান সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক।
তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হলেও হামলাকারীদের গ্রেপ্তার বা বিচার প্রক্রিয়া নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা ক্যাম্পাসে প্রকাশ্যে চলাফেরা করছে এবং নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছে। যদিও গত সেপ্টেম্বরে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল, তাদের প্রতিবেদন দেওয়ার নির্ধারিত ৩০ কর্মদিবস পেরিয়ে চার মাস হয়ে গেছে, কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই।”
তিনি আরও বলেন, “গত ৮ ডিসেম্বর আমাকে আন্দোলন থেকে বিরত থাকার জন্য এক মুখোশধারী ব্যক্তি হত্যার হুমকি দেয়। বিষয়টি নিয়ে প্রশাসন সাধারণ ডায়েরি (জিডি) করলেও অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা এখন হুমকির মুখে। আমি দাবি জানাচ্ছি, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে দ্রুত মামলা গ্রহণের প্রস্তুতি নেওয়া এবং এর জন্য একটি কমিটি গঠনের লিখিত আশ্বাস দেওয়া হোক। এর আগে আমি অনশন থেকে সরে দাঁড়াব না।”
জাকসু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “জুলাই আন্দোলনের নয় দফার মধ্যে অন্যতম ছিল ছাত্র সংসদ কার্যকর করা। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমার দাবি, আজকের মধ্যেই প্রশাসন জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং নির্বাচন কমিশন গঠন করবে।”