পথশিশুদের মাঝে খাবার বিতরণে হাবিপ্রবির ‘প্রচেষ্টা’

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি সংবাদদাতা: দিনাজপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘প্রচেষ্টা’।

শনিবার (২৮ অক্টোবর ) সকাল দশটায় দিনাজপুর রেলওয়ে স্টেশনে পথশিশুদের নিয়ে এ আয়োজন করে প্রচেষ্টা-Prochesta পরিবারের সদস্যরা।

এতে প্রায় অর্ধশতাধিক পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কার্যক্রম পরিচালনায় এবং এর পাশাপাশি মানুষের কল্যাণের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থীদের এই সংগঠন।

সংগঠনটির সভাপতি-সহ সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল হক এবং মো. নাজমুল হক ও ধনঞ্জয় মালী বলেন, আমরা তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে কর্মহীন, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়াদের এগিয়ে নেয়ার মাধ্যমে বেকারত্ব দূর করতে চাই। এ নিয়ে আমরা একটি প্রকল্প প্রস্তাবনাও প্রস্তুত করেছি।

তারা আরো বলেন, তাদের সামনের প্রজেক্ট হচ্ছে শীতবস্ত্র বিতরন কিন্তু তাদের সংগঠন প্রচেষ্টা-Prochesta-র আয়ের এর অন্যতম উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত স্টুডেন্টদের টিউশন এর বেতন যা দিয়ে প্রজেক্ট ভালভাবে রান করা সম্ভব হচ্ছে না। এজন্য সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহয়তা পেলে প্রস্তাবনাটি এগিয়ে নেয়া সম্ভব বলে জানান তারা।

আরও পড়ুন:  কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading