হাবিপ্রবি সংবাদদাতা: দিনাজপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘প্রচেষ্টা’।
শনিবার (২৮ অক্টোবর ) সকাল দশটায় দিনাজপুর রেলওয়ে স্টেশনে পথশিশুদের নিয়ে এ আয়োজন করে প্রচেষ্টা-Prochesta পরিবারের সদস্যরা।
এতে প্রায় অর্ধশতাধিক পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কার্যক্রম পরিচালনায় এবং এর পাশাপাশি মানুষের কল্যাণের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থীদের এই সংগঠন।
সংগঠনটির সভাপতি-সহ সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল হক এবং মো. নাজমুল হক ও ধনঞ্জয় মালী বলেন, আমরা তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে কর্মহীন, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়াদের এগিয়ে নেয়ার মাধ্যমে বেকারত্ব দূর করতে চাই। এ নিয়ে আমরা একটি প্রকল্প প্রস্তাবনাও প্রস্তুত করেছি।
তারা আরো বলেন, তাদের সামনের প্রজেক্ট হচ্ছে শীতবস্ত্র বিতরন কিন্তু তাদের সংগঠন প্রচেষ্টা-Prochesta-র আয়ের এর অন্যতম উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত স্টুডেন্টদের টিউশন এর বেতন যা দিয়ে প্রজেক্ট ভালভাবে রান করা সম্ভব হচ্ছে না। এজন্য সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহয়তা পেলে প্রস্তাবনাটি এগিয়ে নেয়া সম্ভব বলে জানান তারা।
You must be logged in to post a comment.