হাবিপ্রবি ভিটিএইচ’র আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প’

প্রকাশ:

Share post:

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল এর আয়োজনে রবিবার দিনাজপুর জেলার বিরল উপজেলার কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গবাদি প্রাণির চিকিৎসা, ভ্যাক্মিনেশন ও পরামর্শ কার্যক্রম হিসেবে ‘ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এর প্রফেসর এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের সম্মানিত পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজার রহমান, বিশেষজ্ঞ সদস্য হিসেবে মাইক্রোবায়োলজিস্ট প্রফেসর ড. মীর রওশন আক্তার, অবস্টেট্রিক্স এর প্রফেসর ড. মোঃ ফারুক ইসলাম, প্যাথলজির এসোসিয়েট প্রফেসর ডাঃ মোঃ মমিনুল ইসলাম, মেডিসিনের এসোসিয়েট প্রফেসর ডাঃ মোঃ সাজেদুর রহমান, সার্জারির এসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ মোঃ ইসমাইল হোসেন এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ হান্নান আলী।
এছাড়াও ডিভিএম শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।

উক্ত ক্যাম্পেইনে গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা, ভ্যাক্মিনেশন, পরামর্শ প্রদান এবং কৃমিমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণীর রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও স্যালাইন প্রদান করা হয়েছে।

এই ক্যাম্পেইনে প্রায় ৩৪৮ (তিনশত আটচল্লিশ) টি প্রাণির স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন অপারেশন সহ বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের ছাত্র-ছাত্রীদের চিকিৎসা বিষয়ক হাতে কলমে শিক্ষার পাশাপাশি এই অঞ্চলের জনসাধারণের সকল প্রকার গবাদি প্রাণির সুচিকিৎসা প্রদান করে থাকে । এছাড়াও রয়েছে ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিক যেটি সরাসরি মাঠে গিয়ে গ্রাম পর্যায়ে প্রান্তিক কৃষকের গবাদি প্রাণিগুলোকে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে থাকে।

সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের এই ভেটেরিনারি টিচিং হাসপাতাল দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি এবং সম্প্রসারণ কার্যক্রম এর অংশ হিসেবে অত্র এলাকার খামারীদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আরও পড়ুন:  হাবিপ্রবিতে বিশ্ব খাদ্য দিবস পালিত
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading