বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে “মাদক থেকে দূরে, খেলাধুলার পথে! আসুন ফুলে ফুলে ফুলবাড়ী, সবাই মিলে গড়ে তুলি” এই প্রতিপাদ্য সামনে রেখে ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাদক থেকে দূরে রাখতে ও তরুণদের খেলাধুলা মনোনিবেশ বাড়াতে রংপুর এশিয়া ডায়াগনস্টিক সেন্টার ও রেইনবো ক্লিনিক নিবার্হী পরিচালক ও মেঘবাড়ি হাউজিং চেয়ারম্যান এমদাদুল হকের নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ কালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ফাহিম আব্দুল্লাহ,আমিনুল ইসলাম, রাজু ইসলাম প্রমুখ।