হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ, যাঁর নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) নামকরণ করা হয়, তিনি ছিলেন উপমহাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক, তাঁকে তেভাগা আন্দোলনের জনক হিসেবেও আখ্যায়িত করা হয়। কৃষকের অধিকার আদায়ে তাঁর নেতৃত্ব ও অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
আজ মহান এই নেতার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গোর-এ-শহিদ বড় ময়দানের পাশে অবস্থিত তাঁর কবর জিয়ারত ও স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এর পক্ষে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, বিভিন্ন হলের হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
এছাড়াও বাদ জোহর হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে তাঁর রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় । এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।