নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.কে.এম জাকির হোসেন। তিনি আজ এক ফেসবুক বার্তায় মাননীয় প্রধানমন্ত্রীর একটি ছবি পোস্ট করে লিখেন, শুভ জন্মদিন! বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।বাঙালি জাতির আশার বাতিঘর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের ইতিহাসের নির্মাতা। বিশ্বরাজনীতির উজ্জ্বলতম প্রভা, বিশ্ব পরিমণ্ডলে অনগ্রসর জাতি-দেশ-জনগোষ্ঠীর মুখপাত্র, বিশ্বনন্দিত নেতা। প্রগতি-উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির সুনির্মল-মোহনা । মহান আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।আমিন।
২০১৫ সালের কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া কুড়িগ্রামেরমানুষের ভাগ্যোন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন। তারই বাস্তবায়ন হচ্ছে আজকের কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। সর্বশেষ ২২ সেপ্টেম্বর ২০২২ ইং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নামে একটি আইন পাস হয় এবং ২৬ এপ্রিল ২০২২ প্রফেসর ড.এ.কে.এম জাকির হোসেন কে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তিন ৮ই মে প্রথম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন।