চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাতজনকে হত্যার প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিচারসহ বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকরা বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। এই ঘোষণা বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম নিশ্চিত করেছেন।
শাহ আলম জানান, বাগেরহাটের আকাশ মণ্ডল এমভি আল-বাখেরা জাহাজের আটজন স্টাফকে হত্যা এবং পুরো জাহাজ একাই চালানোর ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেন, এটি কোনো একক ব্যক্তি দ্বারা সংঘটিত নয় এবং এর প্রকৃত কারণ উদঘাটনে সরকারের সঠিক তদন্ত প্রয়োজন।
ফেডারেশন আরও দাবি করেছে, নিহত শ্রমিকদের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও পণ্যবাহী নৌযানের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, চাঁদপুরে আটক আকাশ মণ্ডলকে সাত দিনের রিমান্ডে নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। চাঁদপুর নৌ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, আকাশ এক বছর আগে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন এবং আট মাস আগে ওই জাহাজে সুকানির চাকরি নেন।
জাহাজ মালিক মাহবুব মোরশেদ জানান, নিহত গোলাম কিবরিয়ার মাধ্যমে আকাশসহ অন্যান্য শ্রমিক জাহাজে চাকরি নিয়েছিলেন। চাঁদপুর নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রী ও শ্রমিকরা। তবে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান আশ্বস্ত করেছেন, নৌপথে কোনো নিরাপত্তার অভাব নেই এবং আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশ ও কোস্ট গার্ড সতর্ক রয়েছে।