হাবিপ্রবি: রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, নাটোর এর ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড.আব্দুল গাফফার মিয়া।
বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী প্রফেসর আব্দুল গাফফার মিয়া, চেয়ারম্যান, জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগ,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-কে রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, নাটোর এর উপাচার্য পদে যোগদানের তারিখ হতে চার (৪) বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে এ আদেশ কার্যকর করা হলো।।
উল্লেখ্য যে, প্রফেসর ড.আব্দুল গাফফার মিয়ার উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে এবারই প্রথম কেউ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেউ বাইরের কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেন। ব্যাক্তিগতভাবে অধ্যাপক ড.গাফফার মিয়া একজন ভালো গবেষক ও একাডেমিশিয়ান।