আসিফ সরকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী শুক্রবার মঞ্চায়িত হতে যাচ্ছে পৃথিবীর প্রাচীনতম লিখিত মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত নাটক “দ্যা এপিক অব গিলগামেশ”। নাটকটি পরিবেশন করবে টিম শঙ্খনাদ।
২৬ ফেব্রুয়ারি (বুধবার) টিম শঙ্খনাদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই নাটকটি ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিটে জহির রায়হান অডিটোরিয়ামের ল্যাব-৩-এ মঞ্চায়িত হবে। নির্দেশনায় রয়েছেন নাসির খন্দকার ।
পরিচালক নাসির খন্দকার বলেন, “দ্যা এপিক অব গিলগামেশ” নাটকটি মানুষের জীবনসংগ্রাম, দেবতাদের প্রভাব ও অমরত্বের অনুসন্ধানের মহাকাব্যিক আখ্যান। এই ঐতিহাসিক গল্পকে নাট্যরূপ দিয়ে দর্শকদের সামনে তুলে ধরতে যাচ্ছি।”
তিনি আরও জানান, নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক হলে এপ্রিলে জাতীয় শিল্পকলা একাডেমিতে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
অভিনয়ে রয়েছেন: মোরসালিন, রবিউল, আশিক, সজল, নাইম, নুরুজ্জামান, রোজ, হিমেল, সাব্বির, জুনায়েদ, তাজবীদ, রাদিয়ান, মীম, নাঈমা, নিতু, অথৈ, আনিকা, রামিসা, নাবিলা, তূরী, বাবু, হাসিন, হিরন।
নাটকের বিভিন্ন দায়িত্বে:
প্রযোজনা ব্যবস্থাপনা: সজল, হিমেল, রাদিয়ান, মঞ্চ ব্যবস্থাপনা: নাবিলা, জুনায়েদ, নির্বাহী প্রযোজক: রোজ, তাজবীদ, সঙ্গীত: নাসির, মীম, আনিকা, রামিসা, শিল্প ব্যবস্থাপনা: ফিজা, রবিউল, নূর, পোশাক পরিকল্পনা: সোহাগ মিশ্র পোশাক ব্যবস্থাপনা: তূরী, মোরসালিন কোরিওগ্রাফি: কাঁকন চৌধুরী, অঙ্গবিন্যাস: জয়ন্ত ত্রিপুরা, আলোক পরিকল্পনা: গোলাম ফারুক জয় খাদ্য ও পরিবহন: আশিক, নাঈমা, সাব্বির প্রচার ও প্রকাশনা: নাঈম, নিতু, অথৈ।
নাটকটি দেখতে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।