জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটার যৌক্তিক সংস্কারসহ চার দফা দাবি আদায়ে রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন করেছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই কর্মসূচি দুপুর ১২টায় শেষ হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, ভর্তি আবেদন ফি ও ইউনিট সংখ্যা কমানো এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পদ্ধতি চালু।
এই বিষয়ে ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মাহদি বলেন, “পোষ্য কোটার আওতায় ভর্তি হওয়া অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করতে পারেন না। অন্যদিকে, অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলেও কোটাধারীরা কম নম্বরে সুযোগ পাচ্ছে। এছাড়াও শিফটভিত্তিক ভর্তি পরীক্ষায় সমমানের প্রশ্ন না থাকায় বৈষম্যের সৃষ্টি হচ্ছে।”
একই ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান মন্তব্য করেন, “কোটা সংস্কারের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, তবুও এই বৈষম্য থেকে মুক্তি পাচ্ছি না। ৪২ দিন ধরে আন্দোলন করেও জাবিতে এই সমস্যার সমাধান হচ্ছে না। আমাদের দাবি, অবিলম্বে ভিসি কোটা বাতিল করা হোক।”
শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, “ভিসি কোটার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হয়। এটি বাতিল করা জরুরি। পাশাপাশি, অতিরিক্ত আবেদন ফি প্রত্যাহার করতে হবে, যা অনেক শিক্ষার্থীর জন্য বড় প্রতিবন্ধকতা।”
মানববন্ধনে অংশ নেওয়া আব্দুর রশিদ জিতু বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন মৌখিক আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দাবি পূরণ না হলে আগামী এক কর্মদিবস পর আমরা প্রশাসনিক ভবন ঘেরাও করব। সমস্যাগুলোর সমাধান না করে ভর্তি পরীক্ষা চালানো যাবে না।”
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর থেকে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে ভিসি কোটা বাতিল ও পোষ্য কোটা সংস্কারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চলছে।