হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ‘গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের সেবা প্রদানে কাজ করছে পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশ পথ, ওয়াজেদ ভবনে অস্থায়ী বুথ স্থাপন করে সেখান থেকে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছিয়ে দেয়া,মাস্ক বিতরণসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তাঁরা। এসময় তারা ,হ্যান্ড স্যানিটাইজার,সুপেয় পানিসহ পরীক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ,মোবাইল, ঘড়ি রাখার ব্যবস্থা করেছে।পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের বসার স্থানও সুনিশ্চিত করেছেন তারা ।
এ বিষয়ে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল বলেন, ফ্রী মাস্ক বিতরণ ও দিক-নির্দেশনা প্রদানের মাধ্যমে দ্বিতীয় দিনের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করছে গ্রীন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। বসার জায়গা কিংবা স্টল না থাকা শর্তেও দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ব্যাগ,বই এবং মোবাইল ফোন রাখার ব্যবস্থাকরা সহ পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেয়া বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। পাশাপাশি ক্যাম্পাস যেন বিজ্ঞাপন, লিফলেট, খোসা দিয়ে অপরিচ্ছন না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করে যাচ্ছি।
You must be logged in to post a comment.