হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার (২৪ অক্টোবর ) দুপুরে মিছিলটি ক্যাম্পাসের ডি-বক্স চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিল ক্যাম্পাস সংলগ্ন দিনাজপুর -রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকে এসে শেষে হয়। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে, ভর্তিচ্ছুদের আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।