আসিফ সরকার: পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৬ দিনের ছুটি শুরু হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য ক্যাম্পাস ছাড়ছেন।
দীর্ঘদিনের ক্লাস ও পরীক্ষার চাপের পর অবশেষে ছুটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর প্রত্যাশায় রয়েছেন।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রাহি বলেন, “প্রায় সাড়ে সাত মাস পর বাড়ি ফিরছি। ক্যাম্পাসে আসার পর টানা ক্লাস-পরীক্ষার কারণে বাড়ি যাওয়া হয়নি। অবশেষে ছুটি পেলাম, তাই বেশ আনন্দ লাগছে।”
৫৩ ব্যাচের শিক্ষার্থী গোলাম রাব্বি জানান, “জানুয়ারিতে ক্যাম্পাসে আসার পর একটানা ক্লাস ও পরীক্ষার কারণে বাড়ি যাওয়া হয়নি। তিন মাস পর বাড়ি ফিরছি, তবে মনে হচ্ছে যেন এক বছর পর যাচ্ছি। এবার বিশ্রামের প্রয়োজন। আশা করছি, ভালো সময় কাটবে।”
ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-আমিন বলেন, “আমার মনে হচ্ছে আজই ঈদ শুরু হয়ে গেছে! পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবো, আড্ডা দেবো, অনেক মজা হবে। প্রিয়জনদের দীর্ঘদিন পর একসঙ্গে দেখার আনন্দই অন্যরকম।”
উল্লেখ্য, গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহে রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি, ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অফিসিয়াল কার্যক্রমও বন্ধ থাকবে।