হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-৪ এ বিকাল ৪:৪৫ টায় উক্ত চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় বিজনেস স্টাডিজ অনুষদ ও বিজ্ঞান অনুষদ। টসে জিতে বিজ্ঞান অনুষদকে ব্যাটিংয়ে পাঠায় বিজনেস স্টাডিজ অনুষদ।ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান করে বিজ্ঞান অনুষদ। ১০৮ রানের জবাবে ৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান করে ৬ উইকেটে জয়ী হয় বিজনেস স্টাডিজ অনুষদ।
আজকের চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম, সহকারী প্রক্টরসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে তোমাদের শারীরিক, মানসিক গঠন ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে । আমি চাই হাবিপ্রবি পড়াশোনা এবং গবেষণায় যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি ক্রীড়ার মাধ্যমেও এগিয়ে যাক। খেলাধুলা শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে। তিনি বলেন, খেলার মাঠ হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অন্যতম স্থান । এখানে সবাই সমান, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।