অনেকেই ঘুমের মধ্যে ভয় পান বা দুঃস্বপ্নের শিকার হন। কখনো কখনো এমন ঘটনা দুষ্ট জিন বা অদৃশ্য শক্তির প্রভাবে ঘটে থাকতে পারে। এ ধরনের পরিস্থিতিতে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, যা পড়লে এসব অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। দোয়াটি হলো:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত্ তাম্মাতি মিন গাদ্বাবিহি ওয়া ইক্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ্ শাইয়াত্বিন ওয়া আন ইয়াহ্দুরুন।
অর্থ: “আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে তাঁর ক্রোধ, শাস্তি, তাঁর বান্দাদের শত্রুতা, শয়তানের কুমন্ত্রণা এবং তাদের উপস্থিতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।”
এই দোয়া পড়া হলে আল্লাহর রহমতে ভয় এবং অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। ঘুমানোর আগে নিয়মিত এ দোয়া পাঠ করা সুন্নত এবং এটি মানসিক শান্তি এনে দেয়।
হাদিস : আবদুল্লাহ বিন ওমর (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) সাহাবাদেরকে ভয় থেকে মুক্তির জন্য উল্লিখিত দোয়াটি শিখিয়েছেন। (তিরমিজি, হাদিস নং : ৩৫২৮, আবু দাউদ, হাদিস নং : ৩৮৯৩)