হাবিপ্রবি গ্রীন ভয়েসের নতুন কমিটি: সভাপতি রুবেল, সম্পাদক সেঁজুতি 

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি প্রতিনিধি : আগামী এক বছরের (২০২২-২০২৩) জন্য গ্রীন ভয়েস, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রধান সমন্বয়ক মো.আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম রুবেল সভাপতি এবং সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের একই ব্যাচের শিক্ষার্থী সুরাইয়া জেবিন সেঁজুতি সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো.বুলবুল আহমেদ, জয়া চক্রবর্ত্তী, খালিদ সাইফুল্লাহ শামীম ও মাসুমা আক্তার বৃষ্টি,
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম, ওয়াহিদা তাবাসসুম মিতু, সোহেল রানা ও সৈয়দা নিগার সুলতানা,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.রোকনুজ্জামান হৃদয়, সঙ্গীতা রয়, মুহাম্মদ আল হাবিব ও মাসুদ রানা।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত হাসান, সহ দপ্তর সম্পাদকে নাজমুল হোসেন অন্তর ও অবিরাম রায়। প্রচার সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সহ-প্রচার সম্পাদক রুবাইয়াদ ইসলাম। কোষাধ্যক্ষ নাজমুল হোসেন সাগর, সহ-কোষাধ্যক্ষ মেহরাব আল কিবরিয়া, নারী ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আজমেরী কণা, নারী ও সমাজকল্যাণ বিষয়ক উপ-সম্পাদক হয়েছেন মোকাররম আল মেহেদী ও নুসরাত জাহান উর্মি সরকার। আইটি বিষয়ক সম্পাদক এস এম সোহেল রানা, আইটি বিষয়ক উপ-সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম,  আফসানা নিপা ও প্রিয়াঙ্কা বর্মণ। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক উপ- সম্পাদক বিশাল সাগর, পুজা মাদক ও রেজওয়ানা পারভীন কলি নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন আরমান হোসেন পলাশ,  ক্রীড়া বিষয়ক উপ- সম্পাদক রুপমা তালুকদার প্রীতি, শুভ শর্মা ও আকাশ আহমেদ। দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো: মহীউদ্দিন ইসলাম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক উপ- সম্পাদক ফজলে রাব্বী জীবন, সাজিয়া আফরিন ও মুশফিকা জান্নাত। তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল সরকার,  উপ- সম্পাদকে সানজিদা আক্তার সুমনা ও মুশফিকা তাসনিম মালিহা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে শারমিন আক্তার, সিফাত জেরিন নেহা, আনারুল ইসলাম রানা, ভুবন রায়, সাদিয়া নুসরাত, আব্দুর রশিদ, প্রদীপ রায়, মেহেদী হাসান ইমন, মোঃ মাসুদ রানা, রাব্বি ইসলাম, তাজনিম আক্তার তানিয়া, রাহেল সিদ্দিক শীতল ও মোঃ ইব্রাহিম মনোনীত হয়েছেন।

আরও পড়ুন:  করোনা সচেতনায় হাবিপ্রবি গ্রীন ভয়েস'র মাস্ক ও লিফলেট বিতরণ

গ্রীন ভয়েস, হাবিপ্রবি শাখার কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে থাকবেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান,  অর্থনীতি বিভাগের অধ্যাপক রোজিনা ইয়াসমিন (লাকী),বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছিন প্রধান, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো.সাইফ উদ্দীন দুরুদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খালিদ ইমরান ও ডেভলোপমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন নাহার বিথী।

গ্রীন ভয়েস প্রধান সমন্বয়ক মো: আলমগীর কবির জানান, বিশ্ববিদ্যালয় গুলিতে কাজ করতে গিয়ে আমরা পেয়েছি একঝাঁক তরুন নিবেদিত প্রান। যেসকল বিশ্ববিদ্যালয় শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সাথে  গ্রীন ভয়েসের কর্মকান্ডকে অত্যন্ত সুনামের সাথে ছাত্র সমাজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেছে তার মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েস শাখার পূর্ব কমিটির মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হলো।

তিনি আরও বলেন,  পুরাতন কমিটির সকল সদস্যদের প্রতি  আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আশা করবো, আপনাদের সাথে আমাদের বন্ধন আরোও সুদৃঢ় হবে। সেই সাথে নতুন কমিটিতে যারা এসেছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। নব উদ্যমে গ্রীন ভয়েস, হাবিপ্রবি শাখা কে সুনামের সাথে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রইলো।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading