আসিফ সরকার, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্পোর্টস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরশাদ হাবিব বিশাল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাহানুর রহমান সজিব।
ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন হুমায়ুন কবির জয়, মোহাম্মদ ইমন, ফাতেমা লিসা, সুস্মিতা বিনতি, মীর রাসেলসহ আরও অনেকে। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন তানভীর সিদ্দিকি সাইমন, সোহান, হামিদুল্লাহ সালমানসহ মোট ১৫ জন।
টেকনিক্যাল ডিরেক্টর পদে রয়েছেন মাহমুদুল হাসান কিরন, সিফাত আরা রুমকি, ফাহিম চৌধুরী ও আলভি নিতুল। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন সাবিকুন নাহার পলি, রবিউল হাসান রবি, রাগিব হাসান রোদেল প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফরাত আমিন অক্ষরসহ আরও অনেকে। গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ফিরোজ আহমেদ সিয়াম, আনোয়ার হোসেন, পুরবি সরকার তৃপ্তি প্রমুখ।
এছাড়াও সহ-সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন ক্রীড়া বিভাগের প্রতিনিধিসহ কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাহানুর রহমান সজিব জানান, “আমরা সম্পূর্ণরূপে শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে এই কমিটি গঠন করেছি। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো স্পোর্টস ক্লাব সক্রিয় ছিল না। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ক্রীড়া চর্চা ও সাফল্য রয়েছে। আমাদের লক্ষ্য, জাবিতেও ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি করা এবং আগ্রহীদের উপযুক্ত প্ল্যাটফর্ম প্রদান করা।”
তিনি আরও জানান, নিয়মিত চর্চা ও অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশে ক্রীড়াক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে।