আসিফ সরকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের সজীব সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে উদ্ভিদবিদ্যা বিভাগের ৪৯তম ব্যাচের অনুপম হাসান নিপুন মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংগঠনের বিদায়ী সভাপতি মুমিন ইসলাম ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সজীব চৌধুরী আবিদ, কৌশিক ত্রিপ্ত, জাহিদ হাসান খায়রুল কবীর রাব্বি, রোকেয়া স্মৃতি, মারিয়া জামান, আফসানা জুলি, তানিয়া মুন্নী, আরেফিন খুশবো এবং প্রীতি রাণী।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাইফ বিন মাহমুদ, তানজিল হাসান শান্ত, ইব্রাহিম খলিল আইভি, খায়রুল ইসলাম মিঠুন, রাফিয়া রাকা, শারমিন আক্তার ইমা, সুমাইয়া ইসলাম সুরভী, মাহদি আকাশ, সানজিদা শায়লা, শিহাব শাহরিয়ার ও উপম মজুমদার।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম উদ্দিন, শফিকুল ইসলাম শিহাব ও সাবিকুন নাহার বুশরা।
এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
কোষাধ্যক্ষ: সুমাইয়া ইসলাম শশী
সহ-কোষাধ্যক্ষ: বিপুল রায়হান
দপ্তর সম্পাদক: ফয়সাল আহমেদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আবির আহমেদ হিমেল
ছাত্রী বিষয়ক সম্পাদক: ইসরাত জাহান জুঁই
ক্রীড়া বিষয়ক সম্পাদক: সাইফ হোসাইন
সংস্কৃতি বিষয়ক সম্পাদক: সুমাইয়া তিশা
বিজ্ঞান বিষয়ক সম্পাদক: সৈয়দ ফাহিম
কমিটিতে ২০ জন কার্যকরী সদস্যও অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন কমিটি ভবিষ্যতে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।