গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির একটি কারখানায় আগুন ধরে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে কারখানা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি লালমনিরহাট জেলার বাবলু মিয়ার ছেলে মজলুম মিয়া।
রোববার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছিলেন, তখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের সময় তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার দুপুরে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের পরপরই একাধিক বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে কারখানার কর্মীরা ছোটাছুটি শুরু করেন। আশপাশের বাসিন্দারা নিজেদের জিনিসপত্র নিরাপদে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। বিস্ফোরণের কারণে আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দুপুর ১টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। শ্রীপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা এবং রাজেন্দ্রপুর থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। মোট সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারখানায় থাকা প্রচুর কেমিক্যালের ড্রাম তাপে ফুলে ওঠে এবং সেখান থেকেই একাধিক বিস্ফোরণ ঘটে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।