জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধামরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ধামরাই (জেইউস্যাড) আগামী ১ বছরের জন্য (২০২৪-২৫) আংশিক কমিটির অনুমোদন দিয়েছে। কমিটির সভাপতি হিসেবে আল আমিন হোসেন লিমন (৪৭ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে রনি ঘোষ (৪৮ ব্যাচ) দায়িত্ব পেয়েছেন।
অনুমোদিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ছেন আল আমিন হোসেন লিমন (৪৭ ব্যাচ), সহ-সভাপতি হিসেবে নুশরাত জাহান আলো (৪৭ ব্যাচ), রনি আহম্মেদ (৪৭ ব্যাচ), মিল্টন হোসেন (৪৭ ব্যাচ), ফাতেমা তাকি (৪৭ ব্যাচ), লাবন্য রাজিয়া (৪৭ ব্যাচ), আকলিমা খানম (৪৭ ব্যাচ), সত্যজিৎ কর্মকার (৪৭ ব্যাচ)।
সাধারণ সম্পাদক হিসেবে রনি ঘোষ (৪৮ ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তানজুম আরা তানজু (৪৮ ব্যাচ), অভিষেক খান (৪৮ ব্যাচ), লুতফুল হায়দার (৪৮ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক: সৌহার্দ খান সিয়াম (৪৯ ব্যাচ), সাদ বিন মিজান (৪৯ ব্যাচ), মোঃ রবিউল ফয়সাল (৪৯ ব্যাচ), ফারজানা মিন্টু (৪৯ ব্যাচ)। এসময় নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য যে, জেইউস্যাড ধামরাইয়ের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার বন্ধন দৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন যা শিক্ষার্থীদের উন্নয়ন এবং সহযোগিতায় নিবেদিত। কমিটির এই নতুন কাঠামো সংগঠনের কার্যক্রমে নতুন গতি যোগ করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।