জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এতে বিভিন্ন ইউনিটের ভর্তি ফি ৫০০ থেকে ৯০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ‘এ’, ‘বি’, ‘সি’, এবং ‘ডি’ ইউনিটের ফি ৯০০ টাকা, ‘ই’ ইউনিটের ফি ৭৫০ টাকা এবং অন্যান্য ইউনিটের ফি ৫০০ থেকে ৬০০ টাকা রাখা হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এই উচ্চ ভর্তি ফি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এ ধরনের ফি শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে এবং শিক্ষার বাণিজ্যিকীকরণকে উৎসাহিত করছে। তারা বলেছেন, “শিক্ষা ব্যবসার পণ্য হতে পারে না; এটি একটি মৌলিক অধিকার।”
এছাড়া, ভর্তি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের দাবিও জানিয়েছেন তারা। তাদের দাবি, অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থা গ্রহণ করলে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা আরও সুষম ও ন্যায্য হবে।
সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত এসব দাবির বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।