আলো ছড়াচ্ছে টাংগাইলের গারোবাজার অনার্স এসোসিয়েশন

প্রকাশ:

Share post:

নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের ন্যায় এবারও গ্রামের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জনের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে অনার্স এসোসিয়েশন গারোবাজার,টাংগাইল। তবে এবারের আয়োজন ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে শিক্ষার্থীদের একটি মেধাবৃত্তি পরীক্ষার নেয়া হয়। অত্যন্ত গোপনীয়তার সাথে প্রশ্নপত্র প্রণয়ন করে ও নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করে নির্বাচিত ১ম ১০ জনকে এই মেধা বৃত্তি দেয়া হয় । এর পূর্বে ৩ টি কলেজ ( মহিষমরা কলেজ, চাপড়ি কলেজ ও আঊশনারা কলেজ থেকে) ১৪২ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধাবৃত্তি থেকে ১ম ৩ জনকে ট্যালেন্টপুল ও পরবর্তী ৭ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। ১ম জনকে ৫০০০ টাকা, ২য় জনকে ২০০০ টাকা ও ৩য় জনকে ১০০০ টাকা ও বাকীদের নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট,ক্রেস্ট ও মহিষমারা কলেজের পক্ষ থেকে বই উপহার দেয়া হয়।

গারোবাজার অনার্স এসোসিয়েশন,টাংগাইলের সাধারণ সম্পাদক মোঃ শামীম-আল-মামুনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ( ক্ষুদ্রসেচ) শিবেন্দ্র নারায়ণ গোপ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ রেজাউল মনির।

গারোবাজার অনার্স এসোসিয়েশন টাংগাইলের প্রধান উপদেষ্টা ও প্রধান সমন্বয়ক ও Association of Textile Engineers and Technologist(ATET),Bangladesh এর সাবেক সফল সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মো: আমিনুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও গ্রামের সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের পাশে থাকার অংগীকার ব্যক্ত করেন।

গারো বাজার অনার্স এসোসিয়েশন

প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জীবনে উচ্চ শিক্ষার গুরুত্ব তুলে ধরেন, একই সাথে উৎপাদনমুখী শিক্ষার দিকে তিনি গুরুত্বারোপ করেন এবং মেধাবী শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন পাশে থাকার অংগীকার ব্যক্ত করেন।

অনার্স এসোসিয়েশন গারোবাজার,টাংগাইলের সভাপতি জনাব মোঃ মামুন তালুকদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্টান টি সমাপ্ত হয়।

আরও পড়ুন:  ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগ'স- ড.মীজানুর

উল্লেখ্য, গারোবাজার অনার্স এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে আসছে। কখনো সমাজের গরীব-অসহায় ও দুস্থদের মাঝে চাল,ডাল,সেমাই-চিনি বিতরণ; সময়ের প্রয়োজনে বণ্যার্তদের ত্রান সহযোগিতা প্রাদান; কখনো বা ঈদ কে আনন্দঘন করতে সমাজের দরিদ্র শ্রেনির লোকদের মাঝে নগদ অর্থ প্রদানসহ সামাজিক স্বেচ্ছাসেবামূলক ও শিক্ষামূলক বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নে কাজ করছে।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading