ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজের মূল ফটকে ফুলবাড়ী ডিগ্ৰী কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহবায়ক হাসানুর রহমান, ছাত্রদল নেতা জেলাল সরকার, হাবিবুর রহমান হাসু প্রমুখ।
বক্তারা বলেন, রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকান্ড কোন তুচ্ছ বা বিচ্ছিন্ন ঘটনা নয়। তাকে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন ও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।