হাবিপ্রবি, দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এক বিবৃতিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার পবিত্র স্থান। যেখানে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে উদ্ভুত সকল সমস্যার সমাধান সম্ভব। কিন্তু তা না করে ভাইস-চ্যান্সেলর এর উপর তথা মানুষ গড়ার কারিগর একজন শিক্ষকের উপর নির্মম হামলা একটি পৈশাচিক ঘটনা। তিনি এ হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবী জানান। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকল পক্ষকে এগিয়ে আসার আহবান জানান এবং আহতদের আশু রোগমুক্তি কামনা করেন।