অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পর তিনি তার আগের পেশাগত কাজে ফিরে যাবেন। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।
‘দ্য ইকোনমিস্ট’ বাংলাদেশের সাম্প্রতিক অর্জন, বিশেষ করে ১৫ বছরের স্বৈরাচার পতনের পর দেশটির “কান্ট্রি অব দ্য ইয়ার” খেতাব প্রাপ্তি নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য তার সাক্ষাৎকার নেয়।
২০২৫ সালে নির্বাচন শেষে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ড. ইউনূস বলেন, “আমার পূর্ববর্তী কাজ আমাকে থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমাকে এই দায়িত্ব গ্রহণে বাধ্য করা হয়। আমি তখন আমার কাজ নিয়ে ব্যস্ত এবং সন্তুষ্ট ছিলাম। প্যারিসে অবস্থানকালে আমাকে এই কাজে নিয়ে আসা হয়। তাই আমি নির্বাচন শেষে আমার পুরোনো কাজে ফিরে যেতে পেরে খুশি হব। সেই কাজ, যা আমি আমার জীবনের বড় অংশ জুড়ে করেছি এবং যেটি তরুণ প্রজন্মেরও প্রিয়। আমি আমার গড়ে তোলা আন্দোলনে ফিরে যাব যা সারা বিশ্বে একটি পরিবর্তনের সূচনা করেছে।”
বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্নের জবাবে ড. ইউনূস আশ্বস্ত করেন, “বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। আমাদের তরুণ প্রজন্ম ধর্মের বিষয়ে নিরপেক্ষ এবং তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। এই তরুণেরা শুধু দেশ নয়, বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বাংলাদেশের অগ্রগতি বিশ্বের কাছে একটি উদাহরণ যে তরুণরা কতটা শক্তিশালী।”
তরুণদের ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, “তরুণদের, বিশেষ করে তরুণীদের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত। তারা দেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের স্বপ্ন পূরণের সুযোগ দিতে হবে। তারা নিজেদের ক্ষমতা এবং সামর্থ্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।”
নিজের মন্ত্রিসভার উল্লেখ করে ড. ইউনূস বলেন,”আমার ক্যাবিনেটে নেতৃত্ব দেওয়া তিন তরুণ দুর্দান্ত কাজ করছে। তারা অত্যন্ত দক্ষ। এই প্রজন্ম গত শতাব্দীর তরুণদের মতো নয়, তারা নতুন শতাব্দীর প্রতিচ্ছবি। তারা সামর্থ্য ও দক্ষতায় অন্যদের সমকক্ষ।”