২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি’র সমমনা দল

প্রকাশ:

Share post:

আগামী ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপির সমমনা দল ও জোট। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই সময়ের বেশি নির্বাচন বিলম্বিত করার পক্ষে তারা নয়। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, মিছিল এবং বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে তারা। পাশাপাশি, বিএনপির নেতৃত্বে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের কথাও জানিয়েছে এসব দল।

২১ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির সঙ্গে সমমনা দল ও জোটগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হয়। এতে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, এবং আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া নেতারা ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য একদফা দাবিতে ঐক্যবদ্ধ থাকার এবং ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বিএনপি যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলোর মতামত গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে এবং পরবর্তী সময়ে স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।

নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে নেতারা বলেছেন, যেকোনো ব্যক্তি দল গঠন করতে পারেন, তবে যদি তা সরকারের পৃষ্ঠপোষকতায় হয়, জনগণ সেটি ভিন্নভাবে দেখবে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যান্য রাজনৈতিক ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা এবং জনগণের সমস্যাগুলো নিয়ে জোটের মধ্যে মতবিনিময় হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে গণমাধ্যমে জানানো হবে।

১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা বৈঠকে তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরেন। বৈঠকে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  রংপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading