সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সশস্ত্রবাহিনী অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা, ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রাম এর আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাদের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর বাংলাদেশ সশস্ত্রবাহিনী অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট(অব.) মুহাম্মাদ শফিকুল ইসলামের।সভাপতিত্বে আলোচনায় বাংলাদেশ সশস্ত্রবাহিনী অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা ফুলবাড়ী শাখার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ ফজলুল হকের সঞ্চালনায় ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রধান অতিথি এবং ফুলবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন ও হিসাবরক্ষণ অফিসার একরামুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় অবসরপ্রাপ্ত সম্মানিত ক্যাপ্টেন মনতাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদ, অবসরপ্রাপ্ত সেনা মোজাফফর হোসেন ও দীনেশচন্দ্র রায়,অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফজলুল হক অবসরপ্রাপ্ত সদস্য নুর ইসলাম, কর্পোরাল(অব.) আমিনুর রহমান, ল্যান্স কর্পোরাল(অব.) আমিনুল ইসলাম, সৈনিক (অব.) মোবারক আলী সহ বাংলাদেশ সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা ফুলবাড়ী শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।