সংসদ ভেঙে দেয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত হয়েছে: ব্যারিস্টার জ্যোতির্ময়

প্রকাশ:

Share post:

বার্তাবুলেটিন ডেস্ক: সংসদ ভেঙে দেয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সোমবার (২১ অক্টোবর) তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙেছেন, তখন প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে। পদত্যাগপত্র জমা দেয়া না-দেয়া কিছুই নয়।” তিনি আরও বলেন, সাংবিধানিক শূন্যতার আলোচনা অপ্রাসঙ্গিক এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি বলেন যে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।

মতিউর রহমান উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি না, এ নিয়ে এখনও বিতর্ক রয়েছে। তিনি বলেন, গত তিন সপ্তাহ ধরে পদত্যাগপত্রের অনুসন্ধান চালিয়েছেন, কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগেও কিছু পাওয়া যায়নি।

৫ আগস্ট গণবিক্ষোভের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। সংবিধানের ৫৭(ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়, কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন, তার কাছে কোনো পদত্যাগপত্র নেই।

রাষ্ট্রপতি বলেন, ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ফোনে জানানো হয় যে শেখ হাসিনা বঙ্গভবনে আসবেন, কিন্তু পরে জানানো হয় যে তিনি আসছেন না। পরে জানা যায়, তিনি দেশ ছেড়ে চলে গেছেন।

তিনি আরও বলেন, “এ বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই। প্রধানমন্ত্রী চলে গেছেন এবং এটাই সত্য।” রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামতও চেয়েছিলেন। ৮ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ বলেছে, এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে।

বর্তমানে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং গণমাধ্যমের খবর অনুযায়ী, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভারত সরকার তাকে ট্র্যাভেল ডকুমেন্ট দিয়েছে, যার মাধ্যমে তিনি অন্য দেশে যেতে পারবেন।

আরও পড়ুন:  দশ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার'২০২৪ তুলে দিলেন প্রধানমন্ত্রী
spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading