এখন থেকে মাত্র ১৬০০ টাকা খরচ করে শাহ আলী পরিবহণে শুয়ে ঢাকা যেতে পারবেন রংপুরবাসী। রংপুর-ঢাকা রুটে চালু হয়েছে বিলাসবহুল ডাবল ডেকার বাস।
রোববার (২০ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর নগরীর কামার পাড়া বাসস্ট্যান্ডে বাসটির উদ্ভোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙা।
উদ্ভোধনী অনুষ্ঠানে শাহ্ আলী পরিবহন এর চেয়ারম্যান ফরিদ হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম,জেলা মটর মালিক সমিতির সভাপতি একে এম মোজাম্মেল হক,মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক এম এ মজিদ,শাহ্ আলী পরিবহনের সিইও (ব্রান্ডিং) অন্তর রহমান,সিইও অপারেশন এহতেশাম সৌরভ প্রমুখ।
শাহ্ আলী পরিবহনেন চেয়ারম্যান ফরিদ হোসেন নিউজ সারাক্ষণ কে বলেন, নতুন বাসের প্রতি আসনের ভাড়া ১৬শ টাকা। ৩০ আসনের এসব বাসে নিচতলায় থাকছে ১৫টি আসন এবং দ্বিতীয় তলায় ১৫টি আসন।
You must be logged in to post a comment.