আসিফ সরকার: শিক্ষার্থীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সহায়তা করার লক্ষ্যে গিভ ফাউন্ডেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেছে।
বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত এই বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। এসময় তিনি বলেন, “এ ধরনের শিক্ষার্থী কল্যাণমূলক উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো দেখছি। আমি ব্যক্তিগতভাবে গিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানাই এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অধ্যাপক কে এম আক্কাস আলী (আইআইটি), অধ্যাপক মাসুদ শাহরিয়ার (ফার্মেসি বিভাগ), সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা (সরকার ও রাজনীতি বিভাগ), সহযোগী অধ্যাপক মিজানুর রহমান জামি (প্রত্নতত্ত্ব বিভাগ), আব্দুল আওয়াল, সাবেক সাধারণ সম্পাদক (জাকসু)। গিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবিদ হাসান নাদিত ও ইব্রাহিম সৌরভ।
গিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যরা—হামিদুর রহমান বাবু, সামিদ রহমান, সামিহা রহমান সালমা খানম এক যৌথ বিবৃতিতে বলেন,”আজকের এই সন্ধ্যা শুধু একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান নয়, এটি আশা, সহমর্মিতা ও ঐক্যের এক অনন্য উদযাপন। গিভ ফাউন্ডেশন বিশ্বাস করে, কেউ একা কষ্ট ভোগ করবে না। ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। এই বিশ্বাস থেকেই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছি।”
তারা আরও জানান, তাদের মূল লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান ও পরিবেশের উন্নয়নে কাজ করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো।
গিভ ফাউন্ডেশন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, অসহায় ও দুস্থ মানুষের জন্য খাদ্য সহায়তা, গৃহহীনদের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয় করেন পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. নাঈমুর রহমান নাঈম এবং সঞ্চালনা করেন নাগিব মাহফুজ কাব্য।
গিভ ফাউন্ডেশন সবার প্রতি আহ্বান জানিয়েছে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং অসহায়দের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।